দুঃসংবাদ দিলেন অভিনেতা ডন

  02-04-2024 10:01PM

পিএনএস ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে নব্বইয়ের দশকে খল অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহ'র বেশ ভালো বন্ধু হিসেবেই তিনি পরিচিত ছিলেন। বলছি আশরাফুল হক ডনের কথা। দর্শকরা তাকে খলনায়ক ডন হিসেবেই চেনেন। আগের মত চলচ্চিত্রে এখন তাকে নিয়মিত দেখা যায় না।

এদিকে সম্প্রতি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) মিশা-ডিপজল প্যানেলের সবাই মিলে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে দেখা যায়নি ডনকে। খোঁজ নিয়ে জানা গেছে তার ভাতিজী মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভর্তি আছেন হাসপাতালে।

ডনের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, আমার ভাতিজী অবস্থা ভালো নয়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। সিজার করতে গিয়ে নানা ধরণের সমস্যা দেখা দিয়েছে। সবাই দোয়া করবেন।

সালমান শাহ অভিনীত ২৭টি ছবির মধ্যে ২৪ টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে ‘এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কত দিনে‘র মতো ছবি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন