অন্তরঙ্গ মুহূর্তের জন্য সিনেমা প্রত্যাখ্যান করেন যেসব বলি তারকা

  24-06-2024 03:56AM



পিএনএস ডেস্ক: সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে সব সেলেবরা যে অভিনয় করবেন তা নাও হতে পারে। এমন অনেক অভিনেত্রী আছেন যারা সুপারহিট সিনেমায় সুযোগ পেয়েও অন্তরঙ্গ দৃশ্যের জন্য সেই সিনেমাকে প্রত্যাখ্যান করেছিলেন। আর এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-

ঐশ্বরিয়া
বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই অনুরাগীদের নানান ধরণের সিনেমা উপহার দিয়েছেন। তবে পরিচালক মধু ভাণ্ডারকরের কর্পোরেট সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ সেখানে তাকে একটি দৃশ্যে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করার জন্য বলা হয়েছিল। পরে সেই সিনেমাটি করেছিলেন অভিনেত্রী বিপাশা বসু।

কঙ্গনা রানাউত
বলিউডে চর্চিত অভিনেত্রীদের মধ্যে কঙ্গনা একজন। তাকে দ্য ডার্টি পিকচার সিনেমায় অভিনয়ের জন্য বলা হয়েছিল। সেখানে অনেক অন্তরঙ্গ মুহূর্ত থাকার কারণে তিনি সিনেমাটি করতে রাজি হননি। পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

সালমান খান
সালমান খান অনস্ক্রিন দৃশ্যে চুম্বনের জন্য কোনো অভিনয় করেননি। তিনি ভবিষ্যতে এমন অভিনয় করবেন না বলে জানান। কারণ বলা হয়, এমন ছবি সকলে পরিবারের সঙ্গে দেখতে পারবেন না।

সানি লিওন
বলিউড অভিনেত্রী সানি লিওন বেইমান লাভ সিনেমাটি রিজেক্ট করেছিলেন। কারণ অন্তরঙ্গ দৃশ্যে তাকে অভিনয় করতে বলা হয়েছিল।

কারিনা কাপুর
কারিনা কাপুর বদতামিস দিল সিনেমাটি রিজেক্ট করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ইমরান হাসমি। করণ জোহর প্রডাকশনের এই ছবিতে চুম্বনের দৃশ্য থাকায় রিজেক্ট করেছিলেন তিনি।

চিত্রাঙ্গদা সিং
অভিনেত্রী চিত্রাঙ্গদা বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। অভিনেতাকে চুম্বন করতে রাজি হননি অভিনেত্রী। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

শিল্পা শেঠি
শিল্পা শেঠি সকলের সামনে চুম্বন করতে পছন্দ করেন না। তাই তিনি অনেক সিনেমা রিজেক্ট করেছিলেন বলে শোনা যায়। যদিও তার সম্পর্কে শোনা যায় তিনি অক্ষয় কুমারকে একবার চুম্বন করেছিলেন।

তামান্না ভাটিয়া
নগ্নতা জড়িত কোন দৃশ্যে অভিনয় করবেন না তামান্না। কারণ তিনি জানিয়েছিলেন, তার নিজস্ব একটি নীতি রয়েছে। সেই নীতি তিনি কখনই অতিক্রম করতে চান না।

ফাওয়াদ খান
কাপুর অ্যান্ড সন্স সিনেমায় আলিয়া ভাটকে চুম্বন করতে অস্বীকার করেছিলেন ফাওয়াদ খান।

জন আব্রাহাম
বলিউডে নাম করা অভিনেতাদের মধ্যে জন একজন। ওয়েলকাম ব্যাক সিনেমায় শ্রুতি হাসানকে চুম্বন করতে রাজি হননি অভিনেতা।

সোনাক্ষী সিনহা
বলিউডের অনেক সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন সোনাক্ষী। অভিনেত্রী বিকিনি সিন এবং চুম্বন দৃশ্যে অভিনয় করতে একদমই পছন্দ করেন না।


এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন