সুরের মূর্ছনায় ঢাকা মাতাতে আসছেন রাহাত ফাতেহ আলী খান

  10-07-2024 10:54AM

পিএনএস ডেস্ক: ‘জিয়া ধড়ক ধড়ক’, ‘তেরে মাস্ত মাস্ত দো নাইন’, ‘তেরি ওর’, ‘সাজদা’ কিংবা ‘তেরি মেরি’ গানগুলো আজও মানুষের মুখে মুখে ঘুরে-ফেরে। নতুন খবর হলো, এসব গানের শিল্পী রাহাত ফাতেহ আলী খান সুরের মূর্ছনায় ঢাকা মাতাতে আসছেন। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই তিনি একটি আয়োজনে অংশ নেবেন। আর সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে মুগ্ধ করবেন শ্রোতাদের।

বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট।

মঙ্গলবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২০ জুলাই রাহাত ফাতেহ আলী খানের সুরেলা কণ্ঠে মুগ্ধ হওয়ার জন্য চলে আসুন।

এ বিষয়ে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি সংবাদমাধ্যমকে জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন চলছে। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন