পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছাত্রদের পক্ষে সরব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে গেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় রোববার (৪ আগস্ট) মোবাইল ডাটা বন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একইসঙ্গে ছাত্রলীগকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।
আজ দুপুরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর এই অভিনেত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সবাই একসাথে থাকলে মোবাইল ডাটা দিয়ে কী করব? যারা জানার তারা অলরেডি জানে, মোবাইল ডাটা অফ করে কী করেন আপনারা।’
এরপরই ছাত্রলীগের বিরুদ্ধেও নিজের ক্ষোভ প্রকাশ করেন সুনেরাহ। এই সংগঠনকে অশিক্ষিত মন্তব্য করে অভিনেত্রী লেখেন, ‘আর ছাত্রলীগগুলা সব অশিক্ষিত বুড়া সন্ত্রাসী’।
শুধু সুনেরাহ’ই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট বন্ধ নিয়ে সরব হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ, শামীম সরকার, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।
পিএনএস/এএ
ছাত্রলীগগুলা সব অশিক্ষিত বুড়া সন্ত্রাসী: সুনেরাহ
04-08-2024 07:51PM