পিএনএস ডেস্ক: বাংলাদেশের ছাত্র আন্দোলনের শুরু থেকেই কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। এবার বাঁধলেন গান।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের মানুষ স্বাধীনতার আনন্দে ভাসতেই ফেসবুকে এ বিষয়টি জানান তিনি।
কবীর সুমন লেখেন, ‘সুপ্রভাত নব বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ’। আর গাইলেন, ‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ-লড়াই মুক্তির গান’।
প্রসঙ্গত, বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন ওপারের অনেক তারকা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা থেকে শুরু করে ছাত্রদের নানা কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলেছেন। এবার এতে যোগ হলো নতুন মাত্রা। গান তৈরি করলেন কবীর সুমন।
পিএনএস/রাশেদুল আলম
নতুন বাংলাদেশকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন
06-08-2024 09:07PM