লাকীকে অব্যাহতি

  12-09-2024 08:48PM

পিএনএস ডেস্ক: অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাট্যজন ও শিল্পকলা একাডেমির সদ্যসাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ছিলেন লিয়াকত আলী লাকী। তাকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ শুরু করেন। তারই অংশ হিসেবে গত ১২ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের আমলেও তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ছিল।

২০১১ সালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনেকবার তাকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদের কথাও জানা যায়। ২০২৩ সালে সপ্তমবারের মতো বাড়ানো হয় তার মেয়াদ, যা ছিল নজিরবিহীন।

এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের সদস্যদের বিরুদ্ধেও আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করাসহ নানা অভিযোগ উঠেছে। সংঘ সংস্কারের দাবিতে গতকাল ২২ দফা প্রস্তাব উত্থাপন করেছেন অভিনয়শিল্পীরা। সেসব দাবি প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান হবে। আগামী ২৮ সেপ্টেম্বর আমরা সাধারণ সভা ডেকেছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন