পিএনএস ডেস্ক: আলোচিত সিরিজ ‘শোগান’ এবার ২৫টি মনোনয়ন পেয়েছিল এমি অ্যাওয়ার্ডসে। সেরা সিরিজ হিসেবে এটি জিতে নিয়েছে সর্বোচ্চ ১৮টি পুরস্কার। গত রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। ‘শোগান’ ছাড়াও চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ‘বেবি রেইন্ডার’ ও ‘দ্য বিয়ার’।
৭৬তম এমি বিজয়ীর তালিকা
ড্রামা সিরিজ: ‘শোগান’
কমেডি সিরিজ: ‘হ্যাকস’
লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘বেবি রেইন্ডার’
অভিনেতা (ড্রামা সিরিজ): হিরোউকি সানাডা, ‘শোগান’
অভিনেতা (কমেডি সিরিজ): জেরেমি অ্যালেন হোয়াই, ‘দ্য বিয়ার’
অভিনেতা (অ্যানথোলজি সিরিজ/লিমিটেড): রিচার্ড গাড, ‘বেবি রেইন্ডার’
অভিনেত্রী (ড্রামা সিরিজ): আনা সাওয়াই, ‘শোগান’
অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, ‘হ্যাকস’
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): জুডি ফস্টার, ‘ট্রু ডিটেকটিভ’
পরিচালক (ড্রামা সিরিজ): ফ্রেডেরিক ই. ও. টোয়ে, ‘শোগান’: ‘ক্রিমসন স্কাই’
পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার, ‘দ্য বিয়ার’: ‘ফিশার’
পরিচালক (লিমিটেড সিরিজ): স্টিভেন জাইলিয়ান, ‘রিপলি’
পিএনএস/রাশেদুল আলম
আনা সাওয়াইসহ এমি অ্যাওয়ার্ডস পেলেন যারা
16-09-2024 05:37PM