সাফল্যে বিস্মিত নাজনীন নীহা!

  18-09-2024 01:12AM

পিএনএস ডেস্ক: বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ে নিজেকে ব্যস্ত করে তুলেছেন তিনি। বছরজুড়েই দেখা মেলে তার অভিনীত নাটকের। সম্প্রতি এ অভিনেত্রী আলোচনায় এসেছেন ছাত্র রাজনীতি নিয়ে নির্মিত একটি নাটকে অভিনয় করে।

নাটকের নাম ‘অবুঝ পাখি’। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রুবেল হাসান। একটি ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নীহা। বিষয়টি বিস্ময়কর সাফল্য বলে মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নাটকটির সাফল্য দেখে আমি বিস্মিত। এখন পর্যন্ত নাটকটি ৬০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। নানা অস্থিরতা-সংকট নিয়ে মানুষ এখন মানসিকভাবে একটু বিক্ষিপ্ত। এমন সময়েও নাটকটি এতো সাফল্য পাবে ভাবিনি। কথা ছিল নাটকটি আরও আগে মুক্তি পাবে। কিন্তু মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে দেশের অনেকাংশজুড়ে বন্যা, এসব পরিস্থিতি বিবেচনা করে প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে প্রকাশের পর এতে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পাচ্ছি। আমি সত্যিই মুগ্ধ।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন