পিএনএস ডেস্ক : রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে একজন সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম কুদরত-ই খুদা হৃদয় এবং তিনি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের একজন মাল্টিমিডিয়া রিপোর্টার।
আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে বাসাটির ছাদের চিলেকোঠা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টিভির একজন রিপোর্টারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পিএনএস/এমবিবি
কলাবাগান থেকে যমুনা টিভির রিপোর্টারের লাশ উদ্ধার
09-05-2023 04:41PM
