২৪ ঘণ্টায় নতুন ১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  17-05-2022 08:38PM

পিএনএস ডেস্ক : সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই ১২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত সবাই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে প্রত্যেকেই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী ভর্তি হননি।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া এখন পর্যন্ত কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাননি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন