ডেঙ্গু রোগীর শরীরের গন্ধ মশাদের টানে

  03-07-2022 09:43AM


পিএনএস ডেস্ক : মশাবাহিত ডেঙ্গু অথবা জিকা ভাইরাসে আক্রান্ত মানুষের ত্বকে এসেটোফেনন নামের আকর্ষক উপাদানের মাত্রা বেড়ে যায়। এই গন্ধে মশারা বেশি আকর্ষিত হয়। ডেঙ্গু ও জিকা ভাইরাসে আক্রান্ত মানুষ ও ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন গবেষকরা।

চীনের একটি গবেষণাগারে ডেঙ্গু আক্রান্ত ইঁদুরের ত্বকে এক ধরনের গন্ধযুক্ত উপাদানের উপস্থিতি পান বিজ্ঞানীরা। তারা দেখেছেন, যেসব ইঁদুরের শরীরে এই গন্ধ আছে সেসব ইঁদুরকে মশারা বেশি কামড়ায়।

গবেষকরা জানান, ডেঙ্গু-জিকা আক্রান্ত রোগীর শরীরের গন্ধ মশাদের আরও বেশি আকর্ষণ করে। আক্রান্তদের কামড়ানো মশা সুস্থ আরেকজনকে কামড়ালে রোগের বিস্তার ঘটে।


এজন্য ডেঙ্গু ও জিকা রোগীর শরীর যতটা সম্ভব কাপড়ে ঢেকে রাখা এবং মশারি ও মশানিরোধক ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র : বিবিসি

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন