যে কারণে মশা আপনাকে বেশি কামড়ায়

  12-11-2022 04:24AM

পিএনএস ডেস্ক : মশার উৎপাত যেন কিছুতেই থামছে না। দিন দিন যেমন বাড়ছে মশার আক্রমণ, তেমনি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশা বেশি কামড়ানো কিংবা কম কামড়ানোর মধ্যে বিজ্ঞানসম্মত যুক্তি আছে। সত্যিই মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ রক্তের গ্রুপ এবং পোশাকের রং।

আসলে মশারও পছন্দের রক্তের গ্রুপ আছে। আর এ কারণেই ওই রক্ত আছে যাদের শরীরে তাদেরকেই বেশি কামড়ায়। পাশাপাশি কোন রঙের পোশাক পরে আছেন তার ওপরও অনেকটা নির্ভর করে মশা বেশি নাকি কম কামড়াবে।

গবেষকদের মতে, কালো বা গাঢ় রঙের পোশাক পরে থাকা ব্যক্তিদের মশা বেশি কামড়ায়।

অন্য এক গবেষণা বলছে—যাদের ঘাম বেশি হয়, মশা তাদেরকে বেশি কামড়ায়। কারণ, ঘামের সঙ্গে বেরোনো ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার গন্ধ মশাদের অনেক বেশি আকৃষ্ট করে। ফলে মশারা ছুটে আসে।

এ ছাড়া মশা গর্ভবতী নারীদেরও বেশি কামড়ায়। গর্ভবতী নারীদের শরীর থেকে নির্গত ইস্ট্রোজেন হরমোনের গন্ধ মশাদের আকৃষ্ট করে। ফলে মশারা গর্ভবতী নারীদের বেশি কামড়ায়।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন