পিএনএস ডেস্ক : অ্যালোভেরার উপকারিতা নিয়ে রয়েছে নানা তথ্য। বিভিন্ন ক্ষত থেকে কাটা-ছেড়া ওজন কমানো, শুষ্ক ত্বক, চুল পড়া সব ক্ষেত্রেই বেশ কার্যকর এই অ্যালোভেরা পাতার জেল। অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ আজকাল সকলের বাড়িতেই আছে। নানা কাজে ব্যবহার হয় এটি। নানা রকম সমস্যারই সমাধান করতে পারে এই ভেষজ উদ্ভিদ।
দেখে নিন অ্যালোভেরার চার গুণাগুণ-
অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এমনকী যারা বলিরেখার সমস্যায় ভুগছেন তারা বিশেষ করে এই জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু, দুধ, হলুদ, সামান্য সর মিশিয়ে মুখে মাস্কের মতো লাগান। ব্রণ তাড়াতেও এটি ভীষণ কার্যকর। রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা, শসার রস আর দইয়ের মিশ্রণ লাগান। সব ট্যান উঠে যাবে।
ওজন কমাতে অ্যালোভেরা ভীষণ কার্যকর। এর মধ্যে প্রচুর ভিটামিন আর মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, এনজ়াইম আর স্টেরল থাকে। নিয়মিত অ্যালোভেরা জ্যুস পান করুন। অ্যালোভেরার জেল ব্লেন্ডারে দিন। তার সঙ্গে পানি ও বরফ মেশাবেন। এবার এই মিশ্রণে মধু আর লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সপ্তাহখানেকের মধ্যেই উপকার পাবেন।
অ্যালোভেরার জ্যুসে প্রোটিয়োলাইটিক এনজাইমস নামে এক ধরনের উৎসেচক থাকে, যা মাথার ত্বকের কোষের জন্য খুব উপকারী। এই জেল চুলে লাগালে চুলের দৈর্ঘ্য বাড়বে, কমে যাবে খুশকি ও মাথার তালুর ইনফেকশন। চুলও খুব নরম হয়।
অ্যালোভেরার পাতার নীচের দিকে চটচটে হলুদরঙের আঠালো একটি পদার্থ মেলে, এই ল্যাটেক্সটি কনস্টিপেশনের খুব ভালো ওষুধ। এ ছাড়াও অন্য কোনো সমস্যা থাকলেও এটি ঠিক করে দেয়।
পিএনএস/শাওন
শীতে অ্যালোভেরা দূর কববে ৪ সমস্যা
12-01-2023 10:01PM
