শীতজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

  29-01-2023 05:43PM

পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৩১৪ জন আক্রান্ত হয়েছেন এবং আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে মোট ৬৮ হাজার ৮৬৫ জন। একই সময়ে এতে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৮৩ জন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৭০ হাজার ৮৮ জন। একই সময়ে এ রোগে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন