পিএনএস ডেস্ক : নিয়মিত ব্যবহারের কারণে মাছ-মাংসের রক্ত জমে অস্বাস্থ্যকর হয়ে পড়ে ফ্রিজ। এ অবস্থায় ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা প্রয়োজনীয়। তবে অনেকেই ফ্রিজ পরিষ্কার করার সময় ভুলভাবে পরিষ্কার করেন, যে কারণে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
সহজে ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার উপায় জেনে নিন :
অনেকে খুঁচিয়ে বা শক্তি প্রয়োগ করে বরফ ভাঙার চেষ্টা করেন, যা একেবারেই ঠিক না। এতে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়। বরফ গলাতে প্রথমেই ফ্রিজ অফ করে প্লাগ খুলে রাখুন। একটি স্প্রে বোতলে কুসুম গরম পানি নিয়ে স্প্রে করে দিন জমে থাকা বরফের ওপর। এরপর রুমের ফ্যান ছেড়ে রাখুন। পানি ও বাতাসের কারণে দ্রুত আলগা হয়ে যাবে বরফ। নিচে একটি মোটা পলিথিন রাখবেন। বরফ ভেঙে ভেঙে পড়লে সেটা সরিয়ে ফেলবেন।
ফ্রিজ থেকে বরফ ফেলে দেওয়ার পর মোটা একটি তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন। এবার একটি বোতলে ভিনেগার, পানি ও ডিশ ওয়াশ সোপ একসঙ্গে মিশিয়ে ফ্রিজের ভেতরের অংশে স্প্রে করুন। পরিষ্কার পানিতে কাপড় ভিজিয়ে মুছে ফেলুন। সবশেষে ফ্রিজ শুকনো করে মুছে নিন।
পিএনএস/শাওন
ফ্রিজের বরফ গলানোর সহজ উপায়
25-02-2023 09:20PM
