পিএনএস ডেস্ক : সারাদেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৪৯৭ জনে। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ২৯ হাজার ৪৪৬ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৪৬৬টি এবং পরীক্ষা করা হয়েছে এক হাজার ৪৭৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৫ হাজার ৪০৪টি।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ জন। এনিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৯৪০ জন।
পিএনএস/শাওন
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৯
15-05-2023 08:42PM
