২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০৩

  31-05-2023 11:12PM

পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে। আর নতুন শনাক্ত নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে বুধবার পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৬৭ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭০৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন