পিএনএস ডেস্ক: আগামী রোববারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
বুধবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিনিয়র সচিব বলেন, ১২ বছর ধরে যে আইন নিয়ে গবেষণা হয়েছে, স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং হয়েছে, চা-নাস্তায় খরচ হয়েছে— সেটি ১২ দিনে পারি নাই, ২৪ দিনের মধ্যে, সেটা আজকে আমার দায়িত্ব নেওয়ার ২১ দিন, আগামী ৩ দিনের মধ্যে মন্ত্রিপরিষদে যাবে। ২০১২ সালে তৈরি করা স্বাস্থ্য সুরক্ষা আইন-২০২৪ এখন পর্যন্ত গবেষণা আকারে আছে।
আমি ২১ দিন আগে এসেছি, এসে দেখি এটি চূড়ান্ত পর্যায়ে আছে, আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অভাবে যায়নি। আমি প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি, আমরা দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, রোববারের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে যাবে খসড়া আইন।
তিনি আরও বলেন, আইনে রদবদল করার এখতিয়ার ক্যাবিনেটের সাব-কমিটির। তারা চাইলে আমাদের কাছে ফেরত পাঠাতে পারে। আমি যতটুকু বুঝেছি আমলাতান্ত্রিক সিদ্ধান্তহীনতার কারণে এতদিন এটি মন্ত্রিপরিষদে যায়নি।
পিএনএস/রাশেদুল আলম
মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন
12-09-2024 02:02AM