তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা

  22-01-2020 07:36AM



পিএনএস ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে ‘অবৈধভাবে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল সোমবার (২০ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।

শীর্ষ পর্যায়ের এই কূটনীতিক বলেন, তুরস্কের কোনো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে ইউরোপীয় পরিষদের ওয়ার্কিং পার্টিকে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এই দায়িত্ব দিয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সাইপ্রাস সরকার তুরস্ককে একটি দস্যু দেশ বলে আখ্যা দিয়েছিল।

সাইপ্রাসের উপকূলের কাছাকাছি তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরুর পর সাইপ্রাস সরকার ওই মন্তব্য করে। সাইপ্রাস দাবি করে আসছে- তুরস্ক যে এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালাচ্ছে সেটি সাইপ্রাসের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন