পাকিস্তানে সামরিক বহরে হামলায় নিহত ৮

  14-07-2020 11:51PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন, আহত হয়েছেন আরও পাঁচ সেনা। মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এতে বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক দশক ধরেই বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াই চলছে পাকিস্তান সেনাদের।

আকারে দেশটির সবচেয়ে বড় প্রদেশ হলেও বেলুচিস্তানের জনসংখ্যা বেশ কম। স্বাধীনতাকামীদের দাবি, পাকিস্তান সরকার অঞ্চলটির মূল্যবান প্রকৃতিক সম্পদ তুলে নিলেও স্থানীয়দের উন্নয়নে তার যথাযথ ব্যবহার করছে না।

পাকিস্তানে মানবসম্পদ উন্নয়নের র‌্যাংকিংয়ে একেবারে তলানিতে রয়েছে বেলুচিস্তান। মানবাধিকার কর্মীদের অভিযোগ, এ অঞ্চলের অধিবাসীদের মধ্যে নিখোঁজ হওয়া বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অহরহই ঘটছে।

বছরখানেকই ধরেই পাকিস্তানে বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার প্রধান টার্গেট মূলত পুলিশ-সেনাসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর সদস্যরা। গত ২৯ জুন করাচিতে দেশটির প্রধান শেয়ারবাজারে হামলা চালিয়ে অন্তত তিন নিরাপত্তাকর্মী ও এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারা।

সূত্র: আল জাজিরা

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন