বাড়ছে উত্তেজনা; আত্মরক্ষার জন্য তুর্কি ড্রোন কিনবে ইউক্রেন

  21-06-2021 01:59PM


পিএনএস ডেস্ক: নিজেদের রক্ষার জন্য তুরস্কের ড্রোন কিনবে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডাইমেট্রো কুলেবা রবিবার এ কথা জানিয়েছেন। এ সময় তুর্কি ড্রোনের ব্যাপক প্রশংসা করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের ড্রোনগুলো খুবই ভালো। তাই ইউক্রেন সেগুলো ক্রয় করবে।

রাশিয়াকে প্রতিহত করার জন্য ড্রোনগুলোর প্রয়োজন। যেন তারা ইউক্রেনের ওপর কোনো বড় আকারের আক্রমণ বা হামলার পরিকল্পনা করার আগে দু'বার চিন্তাভাবনা করে, যোগ করেন তিনি।

ডাইমেট্রো কুলেবা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর ও ন্যাটো সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের (ইউক্রেনের রাজধানী) মধ্যে যোগাযোগ ছিল। সূত্র: আনাদোলু এজেন্সি

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন