পূর্ব-চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা

  25-07-2021 02:03PM

পিএনএস ডেস্ক: চীনের সাংহাইসহ পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ইন-ফা। রোববার এ টাইফুনের প্রভাবে ওই অঞ্চলে প্রবল বাতাস বইছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় সময় আজ বিকেলে অথবা সন্ধ্যার দিকে সাংহাইয়ের উপকূলীয় এলাকায় স্থলভাগে টাইফুন আঘাত হানতে পারে। খবর সিএনএনের।

চীনে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতি মধ্যে এ টাইফুন আঘাত হানছে। মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, সাংহাইয়ের উপকূল জুড়ে সমুদ্র, বিমান ও রেলওয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, রোববার সকাল থেকে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে টাইফুনের প্রভাবে প্রবল বেগে বাতাস বইছে। সেইসঙ্গে রয়েছে বৃষ্টিপাত। এর জেরে নগরীর দুটি আন্তর্জাতিক বিমান বন্দরের অন্তর্মুখী এবং বহির্মুখী ফ্লাইট বাতিল করা হয়েছে। নির্ধারিত কয়েক ডজন ট্রেনের যাতায়াত বাতিল করা হয়েছে। এ ছাড়া সাংহাই এবং নিঙবো বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন