ভারতে হাতিকে উত্যক্ত করার পরিণতি টের পেলেন তারা! (ভিডিও)

  27-07-2021 01:10PM


পিএনএস ডেস্ক: রাস্তা পার হচ্ছিল হাতির দল। চা-বাগান সংলগ্ন সেই রাস্তায় দাঁড়িয়ে হাতির দলকে ক্রমাগত উত্যক্ত করে যাচ্ছিলেন স্থানীয়রা। সে সময়ই একটি পূর্ণবয়স্ক হাতি আক্রমণ করে এক যুবককে। ওই হামলায় মৃত্যু হয়েছে তার।

রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের আসামের গোলাঘাট এলাকায়। সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে এখন ভাইরাল।

জানা গেছে, মৃত যুবকের নাম পাস্কাল মুন্ডা। তিনি আসামের নুমালিগড়ের মরঙ্গি চা-বাগানের বাসিন্দা। রবিবার বিকালে হাতির দল চা-বাগান সংলগ্ন ৩৯ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাতির বড়সড় দলটি নিজেদের ঢঙেই পার হচ্ছিল রাস্তা। তখন তাদের দেখতে রাস্তার দু’দিকেই দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ। বিভিন্ন বয়সের লোকেদের দেখা যায় সেখানে। রাস্তা পার হওয়ার সময় হাতির দলকে ক্রমাগ্রত উত্যক্ত করে যাচ্ছিল এক দল যুবক। তা অগ্রাহ্য করে দলটির অধিকাংশ হাতিই রাস্তা পেরিয়ে চা-বাগানের অপর প্রান্তে পৌঁছে যায়। কিন্তু একটি হাতি হঠাৎই জনতার দিকে তেড়ে যায়। তখনই উপস্থিত জনতা পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করে। পালাতে গিয়ে পড়ে যান ওই যুবক। তাকে আক্রমণ করে হাতিটি।



পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন