আফগানিস্তানের হেরাতে জাতিসঙ্ঘ দফতরে হামলা : এক পুলিশ নিহত

  31-07-2021 02:27PM


পিএনএস ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসঙ্ঘ দফরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে। জাতিসঙ্ঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন হামলায় জাতিসঙ্ঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি।

আফগানিস্তানে অবস্থানরত জাতিসঙ্ঘ কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে তুমুল লড়াই হয় এবং বিকেলে জাতিসঙ্ঘ দফতর হামলার শিকার হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, জাতিসঙ্ঘ দফতরে মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দু’পক্ষের ক্রসফায়ারে পড়ে প্রাণ হারিয়েছেন। তালেবান সদস্যরা জাতিসঙ্ঘের কোনো দফতরে হামলা চালায়নি বলে তিনি দাবি করেন। সূত্র : পার্স টুডে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন