করোনার তৃতীয় ডোজ দেওয়ার ঘোষণা!

  31-07-2021 06:52PM

পিএনএস ডেস্ক: ইসরায়েলে ষাটোর্ধ্বদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়ার একটি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এতে ইসরায়েল হতে যাচ্ছে বিশ্বের প্রথম দেশগুলোর একটি, যারা করোনা টিকার তৃতীয় ডোজ দেবে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

খবরে বলা হয়, এ ডোজ নিতে হলে ইসরায়েলের ষাটোর্ধ্ব লোকজনকে অবশ্যই এটা দেখাতে হবে যে, অন্তত পাঁচ মাস আগে তারা করোনা টিকার সর্বশেষ ডোজটি নিয়েছিলেন।

মহামারি মোকাবেলায় ইসরায়েল সরকারের নিয়োজিত বিশেষজ্ঞ দলের মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলটি তৃতীয় ডোজ দেওয়ার জোর আবেদন জানিয়েছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন