প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করতে বললেন বাশার আল আসাদ

  02-08-2021 08:35AM


পিএনএস ডেস্ক: সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হোসেইন আরনুসকে মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

রবিবার এ বিষয়ে প্রেসিডেন্ট আসাদ একটি ডিক্রি জারি করেছেন।

দুই মাস আগে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে ৫৫ বছর বয়সী আসাদ ৯৫.১ ভাগ ভোট পান। গত মাসে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন। আগামী সাত বছরের জন্য বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ প্রধানমন্ত্রী আরনুসকে দ্রুত সরকার গঠনের কথা বলেছেন। হোসেইন আরনুস এর আগে সিরিয়ার পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের জুন মাসে তাকে সাবেক প্রধানমন্ত্রী ইমাদ খামিসের জায়গায় দায়িত্ব দেন প্রেসিডেন্ট আসাদ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন