ইউরোপে দাম বাড়িয়েছে ফাইজার ও মডার্না

  02-08-2021 01:52PM

পিএনএস ডেস্ক : অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইউরোপে করোনা নিয়ে নতুন সতর্কতা শুরু হয়েছে। প্রতিরোধ হিসেবে অন্যান্য উদ্যোগের সঙ্গে জোর দেওয়া হচ্ছে ব্যাপক টিকাদানে। এর মাঝে যেখানে বাড়ছে কার্যকর দুটি কভিড টিকার দাম।

ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। যেখান বলা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর নতুন চুক্তিতে দাম বাড়িয়েছে ফাইজার ও মডার্না।

চুক্তি উদ্ধৃত করা বলা হয়, ১৮.৩৯ ডলারের ফাইজারের টিকা দাম রাখা হয়েছে সাড়ে ২৩.১৫ ডলার। আর মডার্না ২২.৬০ ডলার থেকে বেড়ে হয়েছে সাড়ে ২৫ ডলার। যদিও এর আগে সাড়ে ২৮ ডলার বলা হলেও অর্ডার বড় হওয়ার কারণে দাম কমানো হয়।

দাম বৃদ্ধিকে টিকার চাহিদা ক্রমাগত বাড়ার প্রতিফলন হিসেবে দেখছে আল জাজিরা। এর মাধ্যমে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে সরকার ‘নিরুপায় দর্শকে’ পরিণত হচ্ছে বলে ‍উল্লেখ করা হয়।

তবে চুক্তির বিষয় গোপনীয় হওয়ায় মন্তব্য করতে রাজি নয় ফাইজার। মডার্নারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মঙ্গলবার ইউরোপিয়ান কমিশন জানিয়েছিল, সেপ্টেম্বরের শেষ নাগাদ ইইউ-ভুক্ত দেশের ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকাদান তাদের লক্ষ্য। মে মাসে জানায়, তারা চারটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ১০০ কোটির বেশি ডোজ টিকা আশা করছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন