চীনের ১৪ বছর বয়সী ডাইভারের বিশ্ব রেকর্ড

  05-08-2021 06:36PM

পিএনএস ডেস্ক : কুয়ান হংচ্যান, চীনের ১৪ বছর বয়সী এই ডাইভার ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্মে নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতলেন সোনা। তার ১৫ বছর বয়সী সতীর্থ চেন ইউশি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এই ইভেন্টে অংশ নিয়ে পেয়েছেন রৌপ্য।

চেনের সঙ্গে প্রথম রাউন্ডে পেরে ওঠেননি কুয়ান। তবে পরের রাউন্ডে তাকে পেছনে ফেলেন। ৪৬৬.২০ স্কোর করে প্রথম হন তিনি। চেনের স্কোর ৪২৫.৪০, আর অস্ট্রেলিয়ার মেলিসা উ ৩৭১.৪০ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর প্রথমবার মেয়েদের ডাইভিংয়ের সব ইভেন্টেই সোনা জিতল চীন।

কুয়ান দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এই ইভেন্টে স্বর্ণ জিতলেন। ১৯৯২ সালের বার্সেলোনা গেমসে তার স্বদেশী ফু মিংশিয়া ১৩ বছর বয়সে পান সোনা।

বাবা-মার কথা উজ্জীবিত করেছে কুয়ানকে, ‘তারা আমাকে চাপমুক্ত থাকতে বলেছিল। তারা বলেছিল যে পদক পাই আর না পাই, ব্যাপার না, কেবল আমার মতো থাকতে হবে। ওই কথাগুলো আমাকে সত্যিই সহায়তা করেছে।’ জনপ্রিয় চীনা স্ট্রিট ফুড লাতিয়াও খেয়ে এই স্বর্ণ জয় উদযাপন করতে চান তিনি।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন