কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ‍দুই কোরিয়া

  16-09-2021 11:53AM



পিএনএস ডেস্ক : উত্তর কোরিয়ার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এবার দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। বুধবার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটি। খবর রয়টার্স এর।

পরীক্ষা চালানো সময় হাজির ছিলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ যেটি পারমাণবিক অস্ত্রধর না হয়েও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। কিমের দেশ এর কয়েক ঘণ্টা আগে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলো প্রায় ৬০ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৮০০ কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন