ভারতে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু

  25-09-2021 12:29PM

পিএনএস ডেস্ক: দুই দিন পর আবার ৩০ হাজারের নিচে নেমেছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। শুক্রবারের তুলনায় শনিবার আক্রান্ত কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৪১৯ জন। আক্রান্ত কমার পাশাপাশি কমেছে ভারতের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৯০ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে করোনা ভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৫৮ জনের।

দৈনিক সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ২৮০ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ১ হাজার ৪৪২ জন।

তবে ভারতের বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান অনেকটা একই রকম রয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ১৮ হাজার। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের নিচে।

কর্নাটকেও গত কয়েক দিন ধরে হাজারের নিচে থাকছে দৈনিক সংক্রমণ। তবে তামিলনাড়ুতে প্রতিদিনই দেড় হাজার ছাড়াচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্ধ্রপ্রদেশে তা হাজার থেকে দেড় হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন