মদ্যপানে অভ্যস্ত সেই মহিষের মৃত্যু

  28-09-2021 06:39PM

পিএনএস ডেস্ক: নাম রাখা হয়েছিল ‘সুলতান’। ডাকা হত ‘মদখোর’ মহিষ। দুধ, ঘি ও মদ্যপানে অভ্যস্ত ছিল। ২১ কোটি রুপি মূল্যের মহিষটি গোটা ভারতেই পরিচিত ছিল। ভারতের হরিয়ানা রাজ্যে মদ্যপানে অভ্যস্ত সেই মহিষ মারা গেছে।

সুলতানের মালিকের নাম নরেশ বেনিওয়াল। হরিয়ানার কৈথলের বুড়াখেড়া গ্রামের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ছোট থেকেই সুলতানের লালনপালন করছেন নরেশ। ঘি আর দুধ ছিল সুলতানের খাদ্য। ৬ ফুট দৈর্ঘ্য এবং দেড় টন ওজনের সুলতান এক দিনে ১০ কেজি দুধ, ২০ কেজি গাজর, ১০ কেজি সবজি এবং ১২ কেজি পাতা খেত। এছাড়াও সন্ধ্যা হলে মদ্যপান করত সেই মহিষ।

মহিষটির মালিক নরেশের দাবি, সুলতানের বীর্য বিক্রি করে লাখ লাখ রুপি আয় করতেন তিনি। বছরে সুলতানের ৩০ হাজার ডোজ বীর্য বিক্রি হত। রাজস্থানের পুষ্কর পশুমেলায় সুলতানের দাম উঠেছিল ২১ কোটি রুপি। বিপুল দাম পেয়েও বিক্রি করেননি তিনি।

জানা যায়, সুলতানের প্রতি ডোজ বীর্যের দাম ছিল ৩০৬ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫০ টাকা)। আর এ কারণেই সুলতানের দাম এত বিপুল ছিল।

২০১৩ সালে সর্বভারতীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার পুরস্কার জিতেছিল সুলতান।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন