জম্মু-কাশ্মিরে গোলাগুলি, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৫

  11-10-2021 04:35PM

পিএনএস ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সোমবার এ ঘটনায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় এক সেনা-কর্মকর্তা ও আরও চার সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, জম্মু-কাশ্মিরের সুরানকোট এলাকায় লড়াই অব্যহত আছে। ওই এলাকায় চার-পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পাওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এতে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সোমবার সকালের দিকে এ অভিযান শুরু করেন ভারতীয় বাহিনীর সদস্যরা। তারা দেরা কি গলির পাশের একটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ভারতীয় সেনা সদস্যদের উপর গুলি ছুড়ে। এতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। গুলিতে আহত হন ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আরও চার সেনা সদস্য। পরে তাদের মৃত্যু হয়।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জানান, অভিযান অব্যহত আছে। কর্মকর্তারা বলছেন, তাদের কাছে তথ্য আছে যে, জম্মু-কাশ্মিরের চামরের বনে ভারি অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি গ্রুপ অবস্থান করছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন