লাদাখ সীমান্তে চীনা ট্যাংক, নতুন উত্তেজনা

  12-10-2021 12:20PM

পিএনএস ডেস্ক: শক্তিশালী প্রতিবেশি ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা প্রশমনে আলোচনা ব্যর্থ হয়েছে। এর মধ্যেই চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে— সোমবার (১১ অক্টোবর) চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম বৈঠক কোনো ফল ছাড়াই শেষ হয়। এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি-বেইজিং। পরে এদিনই সীমান্তে ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনা ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে।

দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হলো— চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে। ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের।

সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে— আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে। কিন্তু তাতে রাজি হয়নি চীন। তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি।

অন্যদিকে চীনা সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে— ভারতীয় পক্ষ তাদের দাবি নিয়ে অটল থাকায় সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে ওঠে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন