যেভাবে কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত বহুতল ভবন

  14-10-2021 11:46AM


পিএনএস ডেস্ক: একটি বহুতল ভবন কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়লো ভারতের বেঙ্গালুরুর কামালা নগর আবাসিক এলাকায়। চারতলা ওই ভবনটি ধসে পাশের একটি ভবনের ওপর পড়তে দেখা গেছে ঘটনার সময় ধারণ করা ভিডিওতে। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত হয়েছেন। ঝুঁকিপূর্ণ ওই ভবনটি আগেই হেলে পড়ায় আশেপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। দেশটির বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এর জন্য ভারি বর্ষণ ও ভবনগুলোর নাজুক নির্মাণ কাঠামোকে দায়ী করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই ভবনসহ আরও ২৬টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বেঙ্গালুরু পৌরসভা কর্তৃপক্ষ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন