পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম

  20-10-2021 03:16PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক ডোনাল্ড ব্লুম। বর্তমানে তিনি তিউনেশিয়ায় মার্কিন দূত হিসেবে কর্মরত আছেন। বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, পাকিস্তানে মার্কিন দূত হিসেবে ব্লুমের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ডোনাল্ড ব্লুম একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি এক সময় কাবুল দূতাবাসেও কাজ করেছেন। এ অঞ্চলে তার কর্ম-অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র।

চরম অর্থনৈতিক দৈন্যে থাকা আফগানিস্তানে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে ইতোমধ্যে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। দেশটির বিপুল পরিমান অর্থ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ জব্দ করেছে।

২০১৯ সাল থেকে তিউনেশিয়ায় মার্কিন দূত হিসেবে কর্মরত রয়েছেন ডোনাল্ড ব্লুম। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র কোন দেশে কোন রাষ্ট্রদূতকে নিয়োগ দেবে, সে সিদ্ধান্ত নিয়ে থাকে দেশটির কংগ্রেস। মার্কিন কংগ্রেসের অনুমোদন ব্যতিত রাষ্ট্রদূত নিয়োগের রীতি নেই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন