নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ৪৩

  20-10-2021 04:50PM

পিএনএস ডেস্ক: নেপালে তিন দিন ধরে চলতে থাকা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পুলিশের বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেপালের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সমতল এলাকাগুলো বন্যা ও ভূমিধসে বেশি ক্ষতির মুখে পড়েছে। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটে এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতের বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা বাঝেং-এর আবাসিক এলাকায় বন্যায় নিখোঁজের ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। তবে বৈরি আবহাওয়া উদ্ধার কাজ ব্যহত করছে।

বাইতাদি জেলায় সবচেয়ে বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন বহু লোক। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। সালিয়ান জেলায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কার্নালি প্রদেশেও প্রাণহানী ও ক্ষয়ক্ষতি হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন