নেপালে ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিহত বেড়ে ৭৭

  21-10-2021 10:42AM


পিএনএস ডেস্ক : ভারি বর্ষণে আকস্মিক বন্যা এবং ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। বুধবার নতুন করে আরও ৩৪ জনের লাশ উদ্ধারের পর দেশটির কর্তৃপক্ষ প্রাণহানির এই তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

কর্তৃপক্ষ জানায়, তিনদিনের প্রবল বৃষ্টিপাতে আকস্মিক এ বন্যা দেখা দেয় হিমালয়ের পশ্চিমাঞ্চলে। এতে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, নেপালে এখনো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমরা হতাহতের তথ্য-উপাত্ত এখনো সংগ্রহ করছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসলি জমি ও বন্যায় বহু ঘরবাড়ি ও গবাদি পশু পানির তোড়ে ভেসে গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন