যুক্তরাষ্ট্রের ৩৭ অঙ্গরাজ্যে পিঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ

  23-10-2021 11:39AM


পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৩৭ টি রাজ্যে বিক্রি হওয়া তাজা লাল, সাদা এবং হলুদ পিঁয়াজে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। এ ঘটনায় ৬৫২ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১২৯ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে। সিডিসি এক টুইট বার্তায় জানিয়েছে, লেবেলবিহীন পিঁয়াজ বাড়ি থেকে ফেলে দিন। এসব পিঁয়াজ খাবেন না, বিক্রি করবেন না। মেক্সিকো থেকে আমদানি করা লাল, সাদা এবং হলুদ পেঁয়াজের ক্ষেত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, মেক্সিকোর চিহুয়াহুয়া থেকে আমদানি করা হয়েছে পিঁয়াজগুলো। আর এসব পিঁয়াজ সরবরাহ করেছে প্রোসোর্স ইনকরপোরেশন। অন্য কোনো পিঁয়াজ কিংবা সরবরাহকারী এই প্রাদুর্ভাবের সাথে যুক্ত কিনা তা যাচাইয়ের জন্য তদন্তকারীরা কাজ করছেন। প্রোসোর্স ইনকরপোরেশন জানিয়েছে, তারা স্বেচ্ছায় পিঁয়াজগুলো প্রত্যাহার করে নিতে সম্মত আছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন