ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

  23-10-2021 12:07PM


পিএনএস ডেস্ক : সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের কুমায়ূন রেঞ্জে ১৭ হাজার ফুট উচ্চতায় ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে ১৭ জনের একটি দল। তুষার ধসে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ টিম এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো।

লামখাগা পাস উত্তরাখণ্ডের দুর্গম একটি এলাকা। এই পাস পেরিয়ে উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায়। সেখানেই ট্রেকিংয়ে যান তারা। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর পথ হারিয়ে ফেলেন এই ট্র্যাকাররা। পরে নিখোঁজের খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে, হিমাচল প্রশাসন জানিয়েছে, বৈরি আবহাওয়া ও প্রবল তুষারপাতের কারণে লাহুল-স্পিতি জেলার বাতালে আটকে পড়েছেন অন্তত ৮০ জন পর্যটক। গাম্ফু-কাজা সড়ক বন্ধ হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বাতালের ওই অঞ্চলে আটকে পড়েন তারা। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হন স্বজনরা আর তখনই বিষয়টি নজরে আসে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন