প্রকৌশলীর বাড়ির পানির পাইপ থেকে বের হলো লাখ লাখ টাকা!

  24-11-2021 11:54PM

পিএনএস ডেস্ক : ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় বুধবার তল্লাশি চালিয়েছে দেশটির অপরাধ দমন শাখা। আয় বহির্ভূত সম্পত্তির মালিক বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়ি এবং অফিসে অভিযানে চালানো হয়। সেই অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে পানির পাইপের ভেতর থেকে উদ্ধার করা হয় লাখ লাখ নগদ অর্থ। ভারতীয় গণমাধ্যম জি নিউজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অপরাধ দমন শাখার প্রায় চারশ’ কর্মকর্তা কর্নাটকের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন।

অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক প্রকৌশলীর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লাখ রুপি।

তার বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পানির পাইপের ভেতর থেকে রাশি রাশি কাগুজে নোট বের করছেন দমন শাখার কর্মকর্তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন