ইরানের সঙ্গে যৌথ মহড়া চালাবে রাশিয়া ও চীন

  29-11-2021 03:15PM


পিএনএস ডেস্ক: ইরানের সঙ্গে রাশিয়া ও চীন যৌথ নৌ-মহড়া চালাবে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। গতকাল রবিবার দেশটির স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ইরানি নৌবাহিনী চলতি বছর মহড়া চালাবে এবং তাতে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে চীন ও রাশিয়া মহড়ায় যোগ দেয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে।

তিনি বলেন, বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখা মহড়া চালাবে। এর আগে তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান জাগরিয়ান গত আগস্ট মাসে জানিয়েছিলেন, ২০২১ সালের শেষের দিকে অথবা ২০২২ সালের প্রথম দিকে ইরান, রাশিয়া ও চীন পারস্য উপসাগরের যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। সূত্র : পার্সটুডে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন