ডেল্টার চেয়ে তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন: গবেষণা

  03-12-2021 02:20PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের ডেল্টা বা বিটা ধরনের চেয়ে এর নতুন ধরন ওমিক্রনে সংক্রমণের ঝুঁকি তিনগুণ বেশি। শুক্রবার এনডিটিভি এ খবর জানায়।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ গবেষণা চালানো হয়েছে। ওমিক্রন নিয়ে এটাই প্রথম কোনো গবেষণা প্রতিবেদন, যেখানে করোনার এ নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া হয়েছে।

এ গবেষণা প্রতিবেদন রিভিউয়ের আগে মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে। এখনো গবেষণার পর্যালোচনা সম্পন্ন হয়নি।

গত ২৭ নভেম্বর পর্যন্ত ২৮ লাখ মানুষের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জনের পুনঃসংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ৯০ দিনের ব্যবধানে পরীক্ষা চালানোর পর কারো সংক্রমণ ধরা পড়লে সেটাকে পুনঃসংক্রমণ বলে ধরে নেয়া হয়।

দক্ষিণ আফ্রিকার এপিডেমিওলজিক্যাল মডেলিং এন্ড অ্যানালাইসিসের ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সেলেন্সের প্রধান জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেন, ‘সম্প্রতি অনেক লোকের পুনঃসংক্রমণ দেখা গেছে, যারা আগের তিন (করোনা) ঢেউয়ের সময়ে সংক্রমিত হয়েছিলেন।’

অনেকে প্রাথমিকভাবে করোনার ডেল্টা ধরনের ঢেউয়ের সময় সংক্রমিত হয়েছিলেন বলেও জানান তিনি। জুলিয়েট পুলিয়াম বলেন, ‘যাদের পূর্ব সংক্রমণের ইতিহাস রয়েছে এবং ওমিক্রন সংক্রমণের তীব্রতার সাথে সম্পর্কিত তাদের ডাটা জরুরিভাবে প্রয়োজন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন