নতুন করে মিসাইল পরীক্ষা চালাল ভারত

  08-12-2021 09:54AM


পিএনএস ডেস্ক: নতুন করে মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির নৌ বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এই মিসাইল।

মঙ্গলবার ওড়িশা উপকূলে চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। এদিন VL-SRSAM সর্ট রেঞ্জের এ মিসাইলের পরীক্ষা চালানো কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাদের মতে, প্রায় ১৫ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। সমুদ্রপথে কাছাকাছি রেঞ্জের মধ্যে শত্রুপক্ষের হামলা রুখতে কার্যকরী এই মিসাইল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে জানানো হয়েছে, একটি ইলেকট্রনিক লক্ষ্যকে লম্বালম্বি আঘাত হানার পরীক্ষা হয়েছিল। সমস্ত সাব সিস্টেম প্রত্যাশা অনুসারে কাজ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষা সফল হওয়ার জেরে ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতীয় যুদ্ধ জাহাজকে আরও শক্তিশালী করতে এই মিসাইল কার্যকরী হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন