ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

  08-12-2021 03:50PM


পিএনএস ডেস্ক: ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকা রাওয়াতও। এছাড়াও বেশ কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন।

আজ বুধবার তামিলনাড়ুর কন্নরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে টুইট করেছে ভারতের বিমান বাহিনী। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলিকপ্টারে আরোহনকারী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, MI-17V5 হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াতসহ ১৪ জন সেনা কর্মকর্তা ছিলেন। এছাড়াও ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী।


এদিকে, হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিপিন রাওয়াতের চিকিত্সার জন্য ৬ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

একটি ডিফেন্স কলেজে যাচ্ছিল হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন