ফিলিস্তিনি ভেবে দুই সহকর্মীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা!

  13-01-2022 06:04PM

পিএনএস ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে একটি সামরিক ঘাঁটির কাছে নিরাপত্তায় টহলরত অবস্থায় সহকর্মীর গুলিতে নিহত হয়েছে দু’জন ইসরায়েলি সেনা।

বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভুলবশত সহযোদ্ধাদের দ্বারা দুইসেনা নিহত হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, জর্ডান উপত্যকার নবী মুসা ঘাঁটিতে রাতের শেষ ভাগে টহল দেওয়ার সময় দু’জন সেনা সতর্কতার জন্য গুলি ছুঁড়ে। এ সময় অপর পাশে একসেনা ফিলিস্তিনি আক্রমণকারী ভেবে তাদের ওপর গুলি চালায়। এই ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়। নিহত সেনারা হলেন, মেজর আফেক আহারন (২৮) ও মেজর ইতামার ইলহারার (২৬)। দু’জনই ছিলেন কোম্পানি কমান্ডার।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এদিকে দখলদার ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন