পাকিস্তানে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড

  19-01-2022 06:05PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪৭২ জন আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বুধবার (১৯ জানুয়ারি) দেশটির গণমাধ্যম ডন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে পাকিস্তানে গত ৪ আগস্টে রেকর্ড রোগী শনাক্ত হয়েছিল। ওইদিন দেশটিতে পাঁচ হাজার ৬৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। বর্তমানে দেশটিতে সংক্রমণের হার ৯ দশমিক ৫ শতাংশ।

পাকিস্তানে সিন্ধু প্রদেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে। ২৪ ঘণ্টায় প্রদেশটিতে তিন হাজার ৩৭৮ জন করোনা সংক্রমিত হয়েছে। মারা গেছে ছয়জন। অন্যদিকে পাঞ্জাবে এক হাজার ১২৭, ইসলামাবাদে ৭০২, খাইবার পাখতুনে ২০০, জম্মু ও কাশ্মীরে ৪১, বালুচিস্তানে ১৫ ও গিলগিত বালতিস্তানে ৯ জন করোনা সংক্রমিত হয়েছে।

এদিকে পাকিস্তান মুসলিম লিগ এনের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরীফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। বুধবার দলটির তথ্য সচিব মারিয়াম আরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন