স্বেচ্ছায় করোনা ভাইরাস নিয়ে মারা গেলেন গায়িকা

  19-01-2022 11:16PM

পিএনএস ডেস্ক: চেক প্রজাতন্ত্রের লোক সংগীতশিল্পী হানা হোরকা (৫৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা পজিটিভ স্বামী-সন্তানের সঙ্গে থেকে অনেকটা স্বেচ্ছায় তিনি ভাইরাসে আক্রান্ত হন। অনেকবার বাধা দিলেও তিনি কারো কথা শোনেননি। বুধবার (১৯ জানুয়ারি) বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসকে তেমন গুরুত্ব দিতেন না গায়িকা হানা হোরকা। তাই করোনার টিকা নেওয়ার প্রয়োজন বোধ করেননি। এর মধ্যেই করোনা সংক্রমণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই ঘোষণা দেওয়ার দুই দিন পরই তিনি মারা যান।

হানা হোরকার ছেলে জান রেক বলেন, বাবার সঙ্গে তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন। এরপরও তারা করোনা পজিটিভ হন। তাদের থেকে হানা হোরকাকে দূরে থাকতে বলা হয়েছিল। কিন্তু তার মা সেটা শোনেননি।

‌‘করোনা পজিটিভ হওয়ার পর তাদের থেকে অন্তত এক সপ্তাহের জন্য তার মাকে দূরে থাকা উচিত ছিল। কিন্তু তিনি পুরোটা সময় স্বামী-সন্তানের সঙ্গেই ছিলেন। ফলে ইচ্ছাকৃতভাবেই করোনায় আক্রান্ত হন।’- জানান গায়িকার ছেলে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন