‘২০২৪ সালের নির্বাচনেও রানিং মেট হবেন কমলা হ্যারিস’

  20-01-2022 10:15AM


পিএনএস ডেস্ক: শপথ গ্রহণের পর মার্কিন প্রেসেডিন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অধ্যায়ের এক বছর পূর্ণ হল।

এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন বরা হয়। এতে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন।

ডিসেম্বরের মাঝামাঝিতে কমলা হ্যারিস বলেছিলেন, তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। তবে নানা জল্পনা-কল্পনার মধ্যে যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, “আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন।”

আমেরিকার ইতিহাসে হ্যারিস, প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ব্যক্তি, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তাই প্রাথমিকভাবে তাকেই বাইডেনের উত্তরসূরি বলে মনে হয়েছিল।

গত বছরের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন জো বাইডেন। সূত্র: সিএনএন


পিএনএস/আনোয়ার





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন