শপথ নিলেন পাকিস্তানের ইতিহাসের প্রথম নারী বিচারপতি

  24-01-2022 09:37PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছেন আয়েশা মালিক। শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদ।

স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) এ শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রধান বিচারপতি গুলজার আহমেদ বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তার পদোন্নতির কৃতিত্ব শুধুই তার’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্র মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশিসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতোমধ্যে আয়েশা মালিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। আয়েশা মালিকের এ অর্জনকে পাকিস্তানের নারী জাগরণের অনন্য উদাহরণ হিসেবে দাবি করছে অনেকেই।

আয়েশা মালিক প্যারিস ও নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেছেন। তিনি লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে এবং পরবর্তীতে হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি পাস করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন