করোনার নতুন তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব

  27-01-2022 10:39AM



পিএনএস ডেস্ক: আবারও নতুন করে তাণ্ডব শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ-আমেরিকাসহ সারাবিশ্ব।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) বিশ্বজুড়ে ভাইরাসটির ছোবলে প্রাণ হারিয়েছে ১০ হাজার ৬৪২ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জন।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩১৩ জন। আর এই সময়ে দেশটিতে করোনায় মৃতু হয়েছে ৩ হাজার ১৪৩ জনের।

এদিন ফ্রান্সে শনাক্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৪ লাখ ২৮ হাজার ৮ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ২৫৮ জনের।

বুধবার ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। এদিন দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ৫৭৫ জন।

এদিন ব্রাজিলে ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ৬০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ১৮৪ জনের।

ব্রিটেনে শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনের। মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। ইতালিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন। মৃত্যু হয়েছে ৩৬২ জনের।

বুধবার স্পেনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ মানুষের শরীরে। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে ২১৫ জনের।


পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন